এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুত অংশগ্রহণকারী দলগুলো। এরই মধ্যে নিজেদের পরিকল্পরা চুড়ান্ত করে ফেলেছেন দলের অধিনায়করা। তারই জের ধরে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ বললেন, দলের প্রস্তুতিতে তিনি সন্তুষ্ট এবং এশিয়া কাপের প্রতিটি মাচেই প্রতিপক্ষের সামনে ৩০০ বেশি রান খাড়া করতে চান। সংযুক্ত আরব আমিরাতে রওয়ানা হওয়ার আগে দেশের বিমানবন্দরে একথা জানান তিনি।
এ সময় সরফরাজ বলেন, ‘লাহোরের প্রচণ্ড গরমে আমাদের প্রস্তুতিটা বেশ ভালোই হয়েছে। আরব আমিরাতের আবহাওয়াও বেশ গরম। আমরা সেইরকম পরিবেশেই প্রস্তুতি নিয়েছি।’
এ সময় তিনি আরও বলেন, ‘আবহাওয়ার কারণে আমিরাতে সব দলই আগে ব্যাট করতে চাইবে। তাই প্রথম ব্যাট করলে ব্যাটসম্যানদের কাছে আমি ৩০০ বেশি রান চাইব। কারণ আমাদের বোলিং লাইনআপ ভালো, এই রানে তারা প্রতিপক্ষকে প্রতিরোধ করতে পারবেন।’
এই ক্ষেত্রে গত চ্যাম্পিয়ন্স লিগের উদাহরণ টেনেছেন পাকিস্তানি অধিনায়ক। ওই টুর্নামেন্টে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা ও ফাইনালে ভারতের বিরুদ্ধে ৩০০ বেশি রান করে ম্যাচ জিতেছিল সরফরাজের দল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ