টেস্ট ক্রিকেটে বাঁ-হাতি ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রানের মালিক এখন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। ওভালে নিজের ক্যারিয়ারের শেষ টেস্টে ভারতের বিপক্ষে দুই ইনিংসে ৭১ ও ১৪৭ রান করেলংগার ভার্সনে বাঁ-হাতি ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি রানের মালিক হন তিনি। ফলে পেছনে পড়ে যান এত দিন শীর্ষে থাকা শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
লন্ডন টেস্টের আগে বাঁ-হাতি ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সাঙ্গাকারা। ১৩৪ ম্যাচের ২৩৩ ইনিংসে ১২ হাজার ৪০০ রান করেন সাঙ্গাকারা। কুকের রান ছিলো ১২,২৫৪। ভারতের বিপক্ষে শেষ টেস্টের দু’ইনিংসে ২১৮ রান করে সাঙ্গাকারাকে পেছনে ফেলেন কুক। ১৬১ ম্যাচের ২৯১ ইনিংসে ১২ হাজার ৪৭২ রানের মালিক এখন কুক।
বাঁ-হাতি ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রেকর্ডের বরপুত্র ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা। ১৩১ ম্যাচের ২৩২ ইনিংসে ১১ হাজার ৯৫৩ রান করেছেন লারা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম