ওভাল টেস্টের চতুর্থ দিনে অ্যালিস্টার কুকের শতরান দেখতে হাজির হয়েছিলেন দর্শকরা। প্রথম ইনিংসের ভুলটা আর নয়, এবার কোনও ভাবেই তীরে এসে তরী ডোবানো যাবে না। কুক সেটা করলেনও না। ব্রিটিশদের মনোবাসনা পূর্ণ করে শেষ টেস্টে উপহার দিলেন শতরানের একটা ইনিংস (১৪৭)।
৬৯ ওভারে জাদেজার বলে এক রানের জন্যই দৌড়েছিলেন ইংলিশ ওপেনার। তবে ওভার থ্রো হয়ে বল বাউন্ডারিতে পৌঁছাতেই বহু প্রত্যাশিত শতরান পেয়ে যান অ্যালিস্টার কুক। এরপর দেখা যায় ওভালের ব্যালকনি থেকে হাত তালি দিয়ে বন্ধুকে অভিবাদন জানাচ্ছেন জেমস অ্যান্ডারসন।
কুককে শেষবার সম্মান জানাতে উঠে দাঁড়াল গোটা স্টেডিয়ামও। হাততালিতে ফেটে পড়ল গোটা ওভাল। আর এই গোটা ঘটনার সাক্ষী থাকল কুকের পরিবারও। সেই সঙ্গে স্ত্রী এলিস হান্টের গর্ভজাত সন্তানও।
এমন স্মরণীয় মুহূর্তে বন্ধু, পরিবারকে পেয়ে খুশি অ্যালিস্টারও। সাংবাদিক সম্মেলনে এসেও তিনি বলে গেলেন, তার জীবনের সব থেকে উজ্জ্বলতম ওভালের এই চারদিন। তার সাফল্যে যেভাবে অভিবাদন জানিয়েছে তার বন্ধুরা, তার পরিবারের সদস্যরা, তাতে অভিভূত তিনি। আর নতুন সদস্য, যে এখনও পৃথিবীর আলো দেখেনি, সে মাতৃগর্ভে থেকেই শতরানের সাক্ষী হওয়ায় অ্যালিস্টার আরও খুশি।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর