দ্বিতীয় নতুন বল নিয়ে ভারতের ম্যাচ ড্রয়ের স্বপ্নে পানি ঢেলে দিল ইংলিশ বোলাররা৷ ওভালে ভারতকে ১১৮ রানে হারিয়ে পাঁচ টেস্টের সিরিজ ৪-১ জিতে নিল ইংল্যান্ড৷ সেই সঙ্গে অ্যালিস্টার কুককে গ্র্যান্ড ফেয়ারওয়েল দিল রুটবাহিনী৷
ষষ্ঠ উইকেটে লোকেশ রাহুল ও ঋষভ পন্ত ২০৪ রান যোগ করে ম্যাাচ ড্রয়ের সম্ভাবনা জাগালেও ইংল্যান্ড দ্বিতীয় নতুন বল নিতেই ভারতের সব আশা কর্পূরের মতো উড়ে যায়৷ তবে ভারত ম্যাচ হারলেও ওভালে রাহুল ও পন্তের লড়াকু ইনিংস প্রশংসা আদায় করে নেয়৷ ৪৬৪ রান তাড়া করতে নেমে ৩৪৫ রানে থেমে যায় ভারতের লড়াই৷ ম্যাচের সেরা বিদায়ী টেস্টে শতরানকারী কুক৷ আর যুগ্মভাবে সিরিজের সেরা হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং নবাগত ইংলিশ পেসার স্যাম কুরান৷
ওভাল টেস্টে ভারতের পাওনা পন্ত৷ ইংল্যান্ডের মাটিতে কঠিন পরিস্থিতিতে ছক্কা মেরে সেঞ্চুরি করে নজর কাড়েন ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান৷ তার আগে টেস্ট কেরিয়ারে পঞ্চম সেঞ্চুরি করে দলে নিজর জায়গা মজবুত করেছেন রাহুল৷
চা-বিরতি পর্যন্ত ভারতের স্কোর ছিল পাঁচ উইকেটে ২৯৮ রান৷ রাহুল ও ঋষভ পন্তের ১৭৭ রানের অবিভক্ত পার্টনারশিপে লড়াইয়ে ফেরে ভারত৷ লাঞ্চ থেকে চা-বিরতিতে কোনও উইকেট না-হারিয়ে ১৩১ রান তোলে টিম কোহলি৷ শেষ দু’ঘণ্টা লড়াই করতে পারলে ম্যাচ ড্র করে কিছুটা হলেও মুখরক্ষা করতে পারত ভারত৷ কিন্তু শেষ সেশনে ভারতের লড়াই শেষ করে দেন অ্যান্ডারসন-কুরানরা৷ সেই সঙ্গে এদিন গ্রেন ম্যাকগ্রাকে টপকে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী পেসার হন জিমি৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর