ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টানটান উত্তেজনা। আর ক্রিকেট মাঠের সেই উত্তেজনা ছড়ায় দু'দেশের রাজনীতিতেও। সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে।
আগামী ১৯ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই প্রতিবেশী। এ নিয়ে ক্রিকেটাঙ্গন থেকে সর্বমহলে চলছে তুমুল আলোচনা। সেই এশিয়া কাপে খেলতে নামার আগে নিজেদের টুর্নামেন্টের ফেভারিট হিসেবে মনে করতে রাজি নন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।
গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। সেই পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, সে সব অনেক পুরনো কথা। দেড় বছর আগে আমরা ভারতকে হারিয়ে আইসিসি টুর্নামেন্ট জিতেছি মানে এশিয়া কাপে আমরা ফেবারিট হয়ে নামব সেটার কোনও মানে হয় না।
ভারত-পাকিস্তানের দ্বৈরথ নিয়ে তিনি বলেন, ভারতের বিরুদ্ধে ম্যাচ আমাদের কাছে সব সময়ই গুরুত্বপূর্ণ। আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ টুর্নামেন্টের জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখবে।
ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে সরফরাজ আরও বলেন, আমাদের প্রথম ম্যাচ ১৬ সেপ্টেম্বর হংকংয়ের বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে নামার আগে ওই ম্যাচটায় ভালো খেলে ছন্দ তৈরি করতে হবে। পুরো টুর্নামেন্টজুড়েই ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে আমাদের।ভারত-পাকিস্তান ম্যাচ হলো এমন একটা খেলা তাতে যেই খেলুন উজাড় করে দিতে চান। ভারত দারুণ দল।
উল্লেখ্য, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে বছরের এশিয়া কাপ। এবারের আসরে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান সরাসরি টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে। দুটি গ্রুপ ভাগ করে হবে এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলা। গ্রুপ এ-তে আছে ভারত, পাকিস্তান, হংকং। গ্রুপ বি-তে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান।
পয়েন্টের ভিত্তিতে দুটি গ্রুপের প্রথম দুটি দল উঠবে সুপার ফোরে। টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সাকিব-তামিমরা।-এনডিটিভি
বিডি প্রতিদিন/১২ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত