বাংলাদেশ সফরে আসছে পাকিস্তানের মেয়েরা। সীমিত ওভারের সিরিজ খেলতে আগামী ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ এসে পৌঁছবে পাকিস্তান নারী ক্রিকেট দল। আগামী ১ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তাদের স্বাগত জানাবে বাংলাদেশের মেয়েরা।
এই সফরে বাংলাদেশের বিপক্ষে ৪টি টি-টোয়েন্টি ম্যাচ ও একটি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে দু’দলের। এর মধ্য দিয়ে সীমিত ওভারে বাংলাদেশ দলের প্রস্তুতিটা আরেক ভালো হবে।
বাংলাদেশ ও পাকিস্তান নারী দলের মধ্যকার সবগুলোই ম্যাচই অনুষ্ঠিত হবে কক্সবাজারে। ১লা অক্টোবর প্রথম টি-টোয়েন্টি। এরপর দ্বিতীয় ম্যাচটি ৩ অক্টোবর। পরের ম্যাচটি কোনো বিরতি ছাড়াই ৪ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর। আর এই সফরের একমাত্র ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৮ অক্টোবর।
সফর শেষ করে ১০ অক্টোবর বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে পাকিস্তান নারী দলের।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ