নারীদের ক্রিকেটে নতুন মাইলফলক গড়লেন ভারত অধিনায়ক মিতালি রাজ। মঙ্গলবার গলে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে ভারত। ওই ম্যাচে নতুন মাইলফলক স্পর্শ করেন মিতালি। ভারতীয় জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নেয়ার পর থেকে এখনও পর্যন্ত ১১৯টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি।
এই মাইলফলক স্পর্শ করার মধ্য দিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক শার্লট অ্যাডওয়ার্ডসকে পেছনে ফেলেছেন মিতালি। ইংলিশদের হয়ে ১১৭টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শার্টল।
নারী ক্রিকেটার হিসেবে ১০১টি ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন বেলিন্ডা ক্লার্ক। ১০০ ওয়ানডে ম্যাচে দেশকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড নেই আর কারো। বর্তমানে খেলা তারকাদের মধ্যে সুজি ব্যাটস ৭৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন নিউজিল্যান্ডকে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৮টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সালমা খাতুন। আর রুমানা আহমেদ নেতৃত্ব দিয়েছেন ১৫টি ম্যাচে।
ভারতের হয়ে ১৯৫টি ওয়ানডে ম্যাচ খেলা মিতালির নেতেৃত্বে ৭২টি ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে ভারত। হেরেছে ৪৩টি ম্যাচে। শুধু তাই নয়! বিশ্বের অন্যতম সেরা এই অধিনায়কের নেতৃত্বে দু’বার বিশ্বকাপের ফাইনালেও খেলেছিল ভারতীয় নারী ক্রিকেট দল।
মিতালির মাইলফলের ম্যাচে জয় পেয়েছে ভারত। শ্রীলঙ্কা ৯৮ রানে গুটিয়ে যাওয়ার পর মাত্র ১ উইকেট হারিয়ে ১৯.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। তিন নম্বরে ব্যাট করতে নেমে মিতালি রানের খাতা খোলার আগেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তার ভারত।
বিডি প্রতিদিন/এনায়েত করিম