ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছে টিম ইন্ডিয়া। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে দলটি। তারই জের ধরে এবার মুখ খুললেন সুনীল গাভাস্কার। তার মতে, টেস্টে নেতৃত্বের ব্যাপারে অনেক কিছু শেখার রয়েছে বিরাট কোহালির।
গাভাস্কার বলেছেন, “বিরাটের এখনও অনেক কিছু শেখার রয়েছে। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় এটা দেখেছি আমরা। ইংল্যান্ডেও এটা ফের দেখা গেল। যখনই সঠিক ফিল্ড সাজানো হয়েছে, সময় মতো বোলিং পরিবর্তন করেছে বিরাট, সঙ্গে সঙ্গে তার ফল মিলেছে। কিন্তু সেটা সে ভাবে হচ্ছে না। অভিজ্ঞতার অভাব ধরা পড়ছে ওর নেতৃত্বে।”
ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞ হিসাবে ইংল্যান্ডে সিরিজ চলাকালীন ছিলেন গাভাস্কার। তার মতে, “বিরাটের যা অভিজ্ঞতা, তা ভারতীয় উইকেটেই। সেখানে উইকেট দ্রুত পড়ে। কী করে বড় জুটিকে ভাঙতে হয়, তার অভিজ্ঞতা ওর নেই। আশা করছি, বছরের শেষে ভারত যখন অস্ট্রেলিয়ায় যাবে, তখন ভুলগুলো থেকে শিক্ষা নেবে কোহালি। বিপক্ষের লোয়ার অর্ডারকে ও নিশ্চয়ই আর মোমেন্টাম ছিনিয়ে নিয়ে যেতে দেবে না।”
বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে গাভাস্কার অবশ্য ভারতীয় দলে বড় পরিবর্তনের প্রয়োজন দেখছেন না। তিনি বলেছেন, “বড়সড় রদবদলের দরকার নেই। তাতে দলের ছন্দ নষ্ট হতে পারে। আত্মবিশ্বাসেও টান পড়তে পারে। কিন্তু, দলে কোথায় কোথায় দুর্বলতা তা খুঁজে বের করতে হবে। সেগুলো সংশোধন করতে হবে। দুর্বলতার জায়গাগুলোয় খুব কড়া ভাবে নজর দিতে হবে। আমাদের ওপেনিং জুটি নিয়ে ভাবতে হবে। ভাবতে হবে মিডল অর্ডার আর অলরাউন্ডারদের নিয়েও। পিচ ও বিপক্ষ দেখে দল নির্বাচন করতে হবে।”
বিডি প্রতিদিন/ ওয়াসিফ