সুপার ফোরেও আফগানিস্তানের বিপক্ষে তিন উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। আগে ব্যাট করে ৭ উইকেটে ২৫৭ রান করে রশিদ খানরা। তবে জয় পেতে পাকিস্তানকে খুয়াতে হয়েছে ৭ উইকেট।
শুক্রবার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক আসগর স্টানিকজাই।
আফগানদের দেওয়া ২৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শূন্য রানেই ওপেনার ফখর জামানের উইকেট হারায় পাকিস্তান। কিন্তু এরপরই প্রতিরোধ গড়ে তোলেন ইমাম-উল-হক (৮০) ও বাবর আজম (৬৬)। মাঝখানে রশিদ খান আর মুজিবের বোলিং তাণ্ডবে খেই হারিয়ে ফেললেও ম্যাচের ইতি টেনেই মাঠ ছাড়েন শোয়েব মালিক (৪৩ বলে ৫১)।
বল হাতে ১০ ওভারে ৪৬ রান খরচে ৩ উইকেট তুলে নেন রশিদ খান। ১০ ওভারে ৩৩ রান খরচে ২ উইকেট দখল করেন আরেক স্পিনার মুজিব উর রহমান।
পাকিস্তানের শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮ রান। ৪৯ তম ওভারে বল করতে আসেন স্পিনার রশিদ খান। প্রথম দুই বলে দুই সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করলেন দুই পাকিস্তানি ব্যাটসম্যান শোয়েব মালিক ও মোহাম্মদ নওয়াজ। তৃতীয় বলেই মোহাম্মদ নওয়াজের স্ট্যাম্প উড়িয়ে দিয়ে জয়ের স্বপ্ন জাগিয়েছিলেন রশিদ।
রশিদের ওভারের চতুর্থ বলেই দারুণ এক ছক্কা হাঁকান হাসান আলী। বাকি দুই বল কোনো রান খরচ করেন নি রশিদ। শেষ ওভারে দরকার ১০ রান। ক্রিজে অভিজ্ঞ শোয়েব মালিক। মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই ডিপ স্কয়ারে বিশাল ছক্কা হাঁকিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ তুলে নেন এই অলরাউন্ডার। পরের বলেই বাউন্ডারি হাঁকিয়ে জয় ছিনিয়ে নেন তিনি।
শ্রীলঙ্কাকে ৯১ রানে হারের লজ্জা দেয় আফগানরা। এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে তারা। টাইগারদের ১৩৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে উঠতি দলটি।
শ্রীলঙ্কা-বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে পা রেখেছে আফগানিস্তান। দুর্দান্ত ফর্মে আছেন শাহজাদ, রহমত শাহ, নবী, মুজিব, রশিদরা। শেষ চারে নিজেদের প্রথম ম্যাচ জিততে হলে তাই সেরাটাই দিতে হবে পাকিস্তানকে। অধিকন্তু জয়ে এ পর্ব শুরু করতে চায় আফগানরা।
বিডি প্রতিদিন/২১ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত