সৌম্য ও ইমরুলকে এশিয়া কাপের দলে সুযোগ দেয়ার বিষয়ে জানেন না বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি। ভারতের সঙ্গে হারের পর সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।
তিনি বলেন, আমি মাঠে ছিলাম। এটা জানি না এখনও। এখনও পরিষ্কার নয় আমার কাছে। শুনছিলাম এ রকম কথা, তবে জানতাম না যে হয়েছে। যারা (ইমরুল-সৌম্য) আসছে, তারাও কিন্তু দল থেকে বাদ পড়েছিল। আমি এখনও জানি না, আলোচনা হয়নি। তবে ওরাও কিন্তু পারফর্ম না করেই দল থেকে ছিটকে পড়েছিল। হুট করে এই কন্ডিশনে এই ধরনের টুর্নামেন্টে এসে আবার সেই চাপ নিয়ে কতটা পারবে?
মাশরাফি বলেন, আমি জানি না, টেকনিক্যালি ওরা কতটা কাজ করেছে। যে সব সমস্যার কারণে দলের বাইরে গিয়েছিল, তা নিয়ে কাজ করেছে কিনা, জানি না। এগুলো সবকিছুই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আরও কঠিন বোলারদের খেলতে হবে। এটা নিশ্চিত যে যারা আছে, তাদের জন্য যেমন সহজ হবে না, যারা আসবে তাদের জন্যও সহজ হবে না।
মাশরাফি সতীর্থদের উদ্দেশে বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে কঠিন তো সবকিছুই। এর ভেতরেই রান করতে হবে। সবাইকে চেষ্টা করতে হবে। ব্যাটিং-বোলিং, সবই ভালো করতে হবে।
সৌম্য ও ইমরুল এশিয়া কাপে অংশ নিতে দুবাই যাওয়ার বিষয়ে শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে জানায় বিসিবি।
বিডি প্রতিদিন/২১ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত