Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২২ সেপ্টেম্বর, ২০১৮ ১২:১১

তুরস্কতে ইউরো আয়োজনে ঝুঁকি রয়েছে, বলছে উয়েফা

অনলাইন ডেস্ক

তুরস্কতে ইউরো আয়োজনে ঝুঁকি রয়েছে, বলছে উয়েফা

ইউরো ২০২৪ এর আয়োজক হিসেবে যৌথভাবে তুরস্ক ও জার্মানির কথা শোনা যাচ্ছে। তবে চূড়ান্ত ঘোষণার আগেই তুরস্কতে ইউরো আয়োজনে ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে উয়েফা। প্রসঙ্গত, আগামী ২৭ সেপ্টেম্বর এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দিবে ইউরোপিয়ান ফুটবলের গভর্নিংবডি (উয়েফা)।

কারণ হিসেবে হিউম্যান রাইটস, হোটেল সংঙ্কুলান, ট্রান্সপোর্ট এবং অবকাঠামোগত বিভিন্ন বিষয়ের প্রতি আঙ্গুল তুলেছে ইউরোপিয়ান ফুটবলের গভর্নিংবডি।

তুরস্কে ইউরো আয়োজন নিয়ে সম্প্রতি উয়েফার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘তিন মহাদেশের কেন্দ্রে এই অবস্থানের জন্য তাদের ধন্যবাদ। বিশাল দর্শক সমাগম দেখে তারা অনুপ্রাণিত হতে পারে। বিশেষ করে ফুটবলে তারুণ্যের ঢল দেখে। সেখানে কিছু ঝুঁকি রয়ে গেছে। তবে হোটেল, ট্রান্সপোর্ট ও অবকাঠামো খাতে সমস্যা থাকলেও ২০২৪ সাল নাগাদ তাদের বিশেষ পরিকল্পনা এই টুর্নামেন্ট আয়োজনকে সম্ভব করে তুলতে পারে।’

উল্লেখ্য, তুরস্ক এখন পর্যন্ত আন্তর্জাতিক বড় কোনো ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেনি। তবে জমজমাট ইউরো টুর্নামেন্ট আয়োজকের দৌড়ে জার্মানির সঙ্গে অনেক দূর এগিয়েছে দেশটি। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ


আপনার মন্তব্য