মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলতি জিম্বাবুয়ে-বাংলাদেশ টেস্ট ম্যাচে রেকর্ড গড়েছে মুমিনুল-মুশফিক জুটি। তাদের ব্যাট থেকে আসা এখন পর্যন্ত ১৯১ রানের জুটিই বাংলাদেশের সর্বোচ্চ চতুর্থ উইকেটের জুটি। তাদের আগে এই রেকর্ডের মালিক ছিলেন মুমিনুল ও লিটন দাস। তাদের রান ছিল ১৮০। চলতি বছরেই শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে এই রান তোলেন তারা।
এর আগে, ঢাকা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। কায়েস-লিটন-মিঠুনকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
সপ্তম ওভারে কাইল জারভিসের বলে উইকেটরক্ষক চাকাভাকে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন ইমরুল কায়েস। নিজের পরের ওভারে জারভিস মাভুতার ক্যাচে লিটন দাশকেও তুলে নেন।
অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ‘ডাক’ মেরে সূচনাটা ভালো করতে পারলেন না মোহাম্মদ মিঠুন। ডোনাল্ড ট্রিপানোর বলে ব্র্যান্ডন টেইলরকে ক্যাচ দেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ