জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় দিন ফের ব্যাটিংয়ে করছে বাংলাদেশ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ব্যাটে দিনের শুরুটা দুর্দান্ত হলেও মধ্যাহ্ন বিরতির পর টাইগার শিবিরে হানা দেন জিম্বাবুইয়ান পেসার কাইল জারভিস।
মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ৩৬ রান। জারভিসের বলে রেগিস চাকাভার তালুবন্দী হন তিনি।
এর আগে প্রথম দিনের শুরুটা ভালো না হলেও মুমিনুল হক ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ৩০৩ রান করে টাইগাররা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২৪ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৭৪। মুশফিক ১৪৩ ও আরিফুল হক ০ রানে ব্যাট করছেন।
এর আগে সিলেটে সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে সফরকারী জিম্বাবুয়ে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ