জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে ১১ উইকেট আর ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ইতোমধ্যে ১৬ উইকেট হয়ে গেছে তাইজুল ইসলামের। পরের ইনিংসে ৭ উইকেট পেলে বিশ্ব রেকর্ডের খাতায় নাম লেখাবেন এই বাংলাদেশি তারকা। শুধু তাই নয়, দ্বিতীয় ইনিংসে ৪ কিংবা ৫ উইকেট পেলেও রেকর্ড গড়বেন তিনি।
পরিসংখ্যান বলছে, দুই টেস্টের সিরিজে সর্বোচ্চ ২৩ উইকেট নেওয়ার কীর্তি আছে সদ্য অবসরে যাওয়া লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথের। ২০১৪ সালে হেরাথ পাকিস্তানের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন। তাই ১৬ উইকেট পাওয়া তাইজুলকে স্পর্শ করতে দরকার আরও ৭ উইকেট।
বাংলাদেশি কোনো বোলারের দুই ম্যাচ টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৯টি উইকেট রয়েছে। যেটা নিজের অভিষেক সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন মেহেদী হাসান মিরাজ। তাই ৪ উইকেট পেলে মিরাজকে ছাড়িয়ে যাবেন তাইজুল। আর ৫ উইকেট নিতে পারলে প্রথম বাংলাদেশি হিসেবে টানা চার ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়বেন।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর, ২০১৮/মাহবুব