গত বছর বল বিকৃতি কেলেঙ্কারিতে জড়ানোর পর নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন ক্যামেরন ব্যানক্রফট। আর ফিরেই দুর্দান্ত এক ইনিংস উপহার দিলেন তিনি। শেফিল্ড শিল্ডে ওয়াস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে তিনি ১৩৮ রানে অপরাজিত থেকে যান। প্রতিপক্ষ ছিল নিউ সাউথ ওয়েলস।
গত ডিসেম্বরে নির্বাসনের শাস্তি কাটিয়ে মাঠে ফিরেছেন ব্যানক্রফট। তারপরে রবিবার শেফিল্ড শিল্ডে প্রত্যাবর্তনেই তাঁর সেঞ্চুরি। ২৯ মার্চ নির্বাসনের শাস্তি ওঠার কথা স্মিথ এবং ওয়ার্নারের। তবে শাস্তির মেয়াদ শেষ হয়ে গেলেও তাঁরা ঠিক কবে মাঠে ফিরতে পারবেন সেটা এখনও নিশ্চিত নয়। কারণ, দু’জনেরই কনুইয়ের অস্ত্রোপচারের ধাক্কা কাটিয়ে উঠছেন। ওয়ার্নারের চেয়েও স্মিথের কনুই নিয়ে সমস্যা বেশি ছিল। তাই ২৩ এপ্রিল অস্ট্রেলিয়া বিশ্ব কাপের দল ঘোষণা করার আগে স্মিথ হয়তো মাঠে খুব বেশি নামতে পারবেন না।
ব্যানক্রফ্টের সামনে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে চারটি শেফিল্ড শিল্ডের ম্যাচ রয়েছে নির্বাচকদের নজরে পড়ার জন্য। তবে তিনি এখনই অত কিছু ভাবছেন না।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ