সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে শ্রীলঙ্কা। আর তাতে টেস্ট র্যাংকিংয়ের দুই থেকে তিনে নেমে গেছে প্রোটিয়ারা। অপরদিকে এই সুযোগে প্রথমবারের মতো দুইয়ে স্থান করে নিয়েছেন নিউজিল্যান্ড।
শ্রীলঙ্কার কাছে ২-০ ব্যবধানে হেরে যাওয়ায় ৫ পয়েন্ট খুইয়ে ফেলে প্রোটিয়ারা। তাদের পয়েন্ট কমে হয় ১০৫। অন্যদিকে ১০৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে নিউজিল্যান্ড। তবে প্রথম স্থানে থাকা ভারতের পয়েন্ট এখনো অনেক বেশি (১১৬)।
উল্লেখ্য, অক্টোবরে ভারত সফরের আগে আর কোনো টেস্ট খেলবে না দক্ষিণ আফ্রিকা। কিন্তু র্যাংকিংয়ের ৯ম স্থানে থাকা বাংলাদেশের বিপক্ষে এই সপ্তাহ থেকেই তিন টেস্টের সিরিজ খেলবে নিউজিল্যান্ড।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ