নিউজিল্যান্ডের চলতি সফরে এখন পর্যন্ত কোন সফলতা পায়নি টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় সফরকারীরা। নিউজিল্যান্ডের বাতাস, মাটি কিছুই যেনো বাংলাদেশের পক্ষে ছিলো না। সামনে এবার টেস্ট মিশন।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এর আগে দলের অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া টেস্ট অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
তিনি বলেন, ‘সব সময়ই আমাদের কাছে একটা চ্যালেঞ্জ থাকে দেশের বাইরের কন্ডিশনে আমরা কেমন করি। এমন কন্ডিশনে আমরা টেস্ট ম্যাচ জিততে পারবো কিনা, সবার ভেতরেই এই সংশয় থাকে। তবে অধিনায়ক বা ক্রিকেটার হিসেবে আমি মনে করি আমাদের মধ্যে ওসব বিষয়গুলো কাজ করে না। আমার মনে হয়, ওদের (নিউজিল্যান্ড) বোলারদের সম্পর্কে আমাদের এখন একটা ধারণা হয়েছে, এখন কথা হচ্ছে আমরা নিজেদের কিভাবে তৈরি করতে পারি। আমরা মানসিকভাবে নিজেদের তৈরি করেছি।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ