লঙ্কানদের পাহাড়সম রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। বিদায়ী মালিঙ্গাসহ লঙ্কান বোলারদের বিপক্ষে ধুকছে তামিমরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৯ রান করেছে টাইগাররা।
শুরুতেই শূন্য রানে টাইগার ওপেনার তামিম ইকবালকে বোল্ড করে সাঝঘরে ফেরান মালিঙ্গা। তখন বাংলাদেশের সংগ্রহ মাত্র ১ রান। তাও সেটি কিনা অতিরিক্ত থেকে আসা। এরপর যাওয়া আসার মিছিলে ছিলেন সৌম্য, মিথুন ও রিয়াদ। তেমন কেউই ভালো করতে পারেননি।
এর আগে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৪ রান করে মালিঙ্গারা। জয়ের জন্য বাংলাদেশের দরকার ৩১৫ রান।
বিডি প্রতিদিন/২৬ জুলাই, ২০১৯/আরাফাত