সময়টা মোটেও ভালো কাটছে না নেইমেরের। ইতিমধ্যে অনেক নিন্দুকও জুটিয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে এই বাজে সময়ের মধ্যেও তিনি কাছে পেয়েছেন পুরনো কাতালান সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তাকে।
ক্যাম্প ন্যু ছেড়ে জাপানের ক্লাব ভিসেল কোবে’কে নতুন ঠিকানা বানানো ইনিয়েস্তা বলেন, ‘আমি অনেকবার বলেছি, আমার জন্য খেলোয়াড় হিসেবে সে (নেইমার) বিশ্বসেরাদের একজন। তার সঙ্গে চুক্তি ভাল হোক বা খারাপ, ক্লাবের তা শেষ করা আবশ্যক।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ