অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। যেখানে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের হয়ে সদ্য সমাপ্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট পাওয়া জোফরা আর্চার। সবকিছু ঠিক থাকলে অ্যাশেজ দিয়ে টেস্ট অভিষেক ঘটতে যাচ্ছে ক্যারিবীয়-বংশোদ্ভূত এ পেস তারকার।
আগস্টের প্রথম দিন থেকে শুরু হতে যাওয়া ইংলিশদের ১৪ সদস্যের স্কোয়াডে বিশেষজ্ঞ কোনো স্পিনার নেই। তবে স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে মঈন আলীকে রাখা হয়েছে। পেসার রয়েছেন সাতজন। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে স্কোয়াডে রয়েছেন জনি বেয়ারস্টো ও জস বাটলারকে। বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে অধিনায়ক রুটের পাশাপাশি রয়েছেন জেসন রয়, ররি বার্নস ও জো ডেনলি।
ইংল্যান্ড দল:
জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট (অধিনায়ক), জো ডেনলি, জস বাটলার, ররি বার্নস, বেন স্টোকস (সহ-অধিনায়ক), মঈন আলী, ক্রিস ওকস, জফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, ওলি স্টোন ও স্যাম কুরান।
বিডি-প্রতিদিন/মাহবুব