সপ্তাহখানেক আগের কথা। পাকিস্তানের তরুণ ওপেনার ইমাম-উল হকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল হয়। এর রেশ কাটতে না কাটতে এবার বিতর্কে জড়ালেন দেশটির তারকা তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদি।
সম্প্রতি ফিরিহা নামের এক নারী টুইটারে শাহিন আফ্রিদির ভিডিও চ্যাটিংয়ের একটি স্ক্রিনশট প্রকাশ করেছে। যেখানে একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ করা হয়েছে।
ফিরিহা নামের ওই তরুণী ছবির ক্যাপশনে লিখেছেন, ‘শাহিন শাহ আফ্রিদি পরবর্তী বিগ ফিশ। কেনো তারা মাঠে বরাবরই বাজে পারফরম্যান্স করে? কারণ তারা সব সময় মেয়েদের পটাতে ব্যস্ত থাকে। তারা তাদের সামাজিক সম্মান ও ক্ষমতা ব্যবহার করে নারীদের শরীর পাওয়ার জন্য। আরও প্রমাণ আপলোড করা হবে শিগগিরই।'
বিডি-প্রতিদিন/মাহবুব