জীবনের শেষ ওয়ানডে ম্যাচে কলম্বোয় ৩৮ রানে তিন উইকেট নিয়ে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়েছেন মালিঙ্গা। তার প্রতি ভালবাসা এবং শ্রদ্ধা জানিয়ে একের পর এক টুইট করেছেন প্রাক্তন ক্রিকেটাররা।
শচীন টেন্ডুলকার টুইট করেন, ‘‘ওয়ানডে ক্রিকেটে দারুণ একটা ক্যারিয়ারের মালিক হওয়ার জন্য অভিনন্দন। ভবিষ্যতের জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।’’
ওয়ানডে অবসরের পরে মালিঙ্গাকে কুর্নিশ জানিয়ে যুবরাজ সিংহের টুইট, ‘‘দুরন্ত ক্রিকেট অধ্যায়ের অংশ হয়ে থাকলে তুমি, ইয়র্কার কিং। অভিনন্দন। তোমার মতো এক জন টো-ক্র্যাশার আর কখনও আসবে না। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল।’’
দশ বছর ধরে যিনি মালিঙ্গার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রীলঙ্কার হয়ে লড়াই করেছেন, সেই মাহেলা জয়বর্ধনে ইনস্টাগ্রামে তার প্রাক্তন সতীর্থ সম্পর্কে লিখেছেন, ‘‘২০০২ সালে গলে যখন তোমাকে প্রথম দেখি, তুমি নেটে বল করছিলে। সেখান থেকে শেষ ওয়া ডে ম্যাচ খেলা পর্যন্ত তুমি নিজের প্রতি সৎ ছিলে। চ্যাম্পিয়ন, সতীর্থ এবং দারুণ এক জন বন্ধু। শ্রীলঙ্কাকে তুমি গর্বিত করেছ। এখন প্রতিটা মুহূর্ত উপভোগ করো, মালি।’’
উল্লেখ্য, ক্রিকেট ইতিহাসে মালিঙ্গাই হলেন একমাত্র বোলার যার তিনটি হ্যাটট্রিক রয়েছে। টেস্ট থেকে আগেই অবসর নিয়েছিলেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ