ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগে বাজে পারফরমেন্সে কলম্বো সিরিজের প্রথম ওয়ানডেতে শুক্রবার স্বাগতিক শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে সফরকারী বাংলাদেশ। ৯১ রানে ম্যাচ হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে এখন টাইগাররা। সিরিজে টিকে থাকতে হলে আজ রবিবার দ্বিতীয় ওয়ানডেতে জয় ছাড়া অন্য কোনো পথ খোলা নেই তামিম বাহিনীর। তাই হারকে পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা।
আজ রবিবার দ্বিতীয় ওয়ানডেতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়। এই ম্যাচে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী বাংলাদেশ ক্রিকেট দলের ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজন। তবে প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগেই বাজে পারফরমেন্সের পরও এ ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তন না আনার ইঙ্গিত দিয়েছেন তিনি।
ফলে শেষ মুহুর্তে কোনো পরিবর্তন না করা হলে প্রথম ম্যাচের দলটিই আজ দেখা যেতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম