ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) আনুষ্ঠানিক ঘোষণা করেছে আইসিসি। ১ আগস্ট পথ চলা শুরু হবে ক্রিকেটের প্রথম টেস্ট বিশ্বকাপ বা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের। চলবে ২০২১ সালের জুন মাস পর্যন্ত।
প্রথম সারির টেস্ট খেলিয়ে ন’টি দল এতে অংশ নেবে। অংশগ্রহণকারী দলের তালিকায় রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। মোট ২৭টি সিরিজ ও ৭১টি টেস্ট অনুষ্ঠিত হবে আগামী দু’বছরে। এর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুটি দল খেলবে ডব্লুটিসি ফাইনালে। টেস্ট বিশ্বসেরার খেতাবি ম্যাচটি হবে ইংল্যান্ডের লর্ডসে।
এতদিন আইসিসি’র টেস্ট রাঙ্কিংয়ে শীর্ষে থাকা দলের হাতে মৌশুম শেষে তুলে দেওয়া হত বর্ষসেরার সম্মান এবং ১০ লাখ ডলার আর্থিক পুরস্কার। তবে এবার থেকে তা হবে না। সেরা টেস্ট দল নির্ধারিত হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মাধ্যমে।
১ আগস্ট ২০১৯ থেকে ৩০ এপ্রিল ২০২১ পর্যন্ত প্রতিটি দ্বিপাক্ষিক সিরিজ এই টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্গ হিসেবে গ্রাহ্য হবে। প্রতিটি দ্বিপাক্ষিক সিরিজের মোট পয়েন্ট হবে ১২০। অর্থাৎ দুটি ম্যাচ হলে এক একটি ম্যাচের পয়েন্ট হবে ৬০। আবার সিরিজে পাঁচটি ম্যাচ হলে এক একটি ম্যাচের পয়েন্ট হবে ২৪।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন