ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং রোহিত শর্মার সম্পর্ক কি তলানিতে? সত্যিই কি দলের অধিনায়ক ও সহ-অধিনায়কের সম্পর্ক আর কিছু নেই। চারদিকে যখন জল্পনা তুঙ্গে তখন মুখ খুললেন বিরাট কোহলি।
এর আগে ‘ফাটল ধরেছে ভারতীয় দলে’ এরকম শিরোনামে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। সেখানে দলের দুই সেরা খেলোয়াড় বিরাট কোহলি ও রোহিত শর্মার বরফ শীতল সম্পর্ক নিয়ে হয়েছে ব্যাপক আলোচনা। এমনও খবর ছিল, ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) নাকি দুই ক্রিকেটারকে ‘এক’ করতে পারছে না!
তবে সব অভিযোগই তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন বিরাট।
ভারতীয় অধিনায়ক বলেন, রোহিতের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো ও স্বাভাবিক। আমরা দুজনই ভারতের জন্য খেলি। দলের প্রয়োজনে যেকোনো সিদ্ধান্ত মেনে নিতেও প্রস্তুত। আমাদের মধ্যে কোনো মনোমালিন্য নেই।
তাদের নিয়ে সংবাদমাধ্যমে আসা সব খবরকেই মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও মনগড়া বলে অভিহিত করেন কোহলি। পাশাপাশি দেশের ক্রিকেটের মঙ্গল চাইলে ক্রিকেটারদের এ ধরনের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভুয়া তথ্য না দিতে সাংবাদিকদের অনুরোধ জানান তিনি।
ভারতীয় অধিনায়ক বলেন, এ ধরনের খবর পুরোটাই গুজব। কিছু মানুষ ক্রমাগত হাস্যকর এবং ভুল তথ্য দিয়ে খবর প্রকাশ করে যাচ্ছে। এর কোনো ভিত্তি নেই। আমরা এখনও ততটা খারাপ খেলা শুরু করিনি যে, ড্রেসিংরুমে অশান্তি দেখা দেবে। আমরা এখনও একতাবদ্ধ। ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য লড়ছি।
তিনি আরও বলেন, একজন নেতা হিসেবে এটা বিভ্রান্তিকর, দল ও কোচ নিয়ে যখন মিথ্যে কথা বলা হয়। এমন করা হচ্ছে যাতে বিষয়টি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। এটা অপমানজনক।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন