ভারতীয় ড্রেসিংরুমে বিরাট কোহলি ও রোহিত শর্মার মতান্তরের কথা শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে সোমবার প্রেস কনফারেন্সে সেই জল্পনাকে নস্যাৎ করে দিলেন ভারতীয় কোচ রবি শাস্ত্রী ও কোহলি।
প্রেস কনফারেন্সে এ দিন শাস্ত্রী বলেন, "খেলার থেকে বড় কেউ হতে পারে না। আমি ভারতীয় ড্রেসিংরুমের প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত। এরকম কোন ঘটনা সম্পর্কে আমি শুনিনি বা জানি না।"
কোহালি এই সম্পর্কে বলেছেন, ‘‘আমিও কয়েকদিন ধরে এই ঘটনা সম্পর্কে শুনেছি। আমাদের ড্রেসিংরুমে যদি এরকম ঘটনা হত, তাহলে দলের পারফরম্যান্স এমন হতো না। গত কয়েক বছর ধরে ভারতীয় দল কেমন পারফরম্যান্স করেছে, তা তো সবাই দেখেছে। আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে গেলে একটি দলে কতটা বিশ্বাস থাকতে হয় আমি জানি।"
ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় দল ৩টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ানডে, ২টি-টেস্ট ম্যাচ খেলবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ