আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়েছেন অনেকদিন হলো। তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াচ্ছেন এখনও। পারফরম্যান্স যাই হোক, বুমবুম আফ্রিদি এখনও যে কোনো ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ। ফলে যে কোনো দল ৪০ ছুঁই ছুঁই বয়সী এই তারকাকে পেতে চায়। এর অন্যতম কারণ হচ্ছে তার বয়স যে কেবল একটি সংখ্যা তা বারবার প্রমাণ করে ঝড় তোলার সক্ষমতা।
এবার গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগে পুরোনো দিনগুলোকে মনে করিয়ে দিলেন ৩৯ বছর বয়সী শহীদ আফ্রিদি। ৪০ বলে অপরাজিত ৮১ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার।
রবিবার আফ্রিদির দানবীয় ব্যাটিং নৈপুণ্যে এডমন্টন রয়্যালসকে ২৭ রানে হারিয়েছে তার দল ব্রাম্পটন উলভস। ম্যাচটি অনুষ্ঠিত হয় কানাডার ব্রাম্পটনে সিএএ সেন্টারে।
আফ্রিদির ইনিংসটি সাজানো ছিল ১০ চার ও ৬ ছক্কায়। কেবল ব্যাট হাতে নয়, বল হাতেও আলো ছড়িয়েছেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার। ঘূর্ণির ফাঁদে ফেলে সাজঘরে ফিরিয়েছেন স্বদেশী ও এডমন্টন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে।
আফ্রিদি এবং লেন্ডন সিমন্সের ব্যাটে ভর করে ২০ ওভারে ২০৭ রান সংগ্রহ করে ব্রাম্পটন। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান সিমন্স ৩৪ বলে করেন ৫৯ রান। এডমন্টনের হয়ে শাদাব খান নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। ২ উইকেট শিকার করেছেন বেন কাটিং।
জবাব দিতে নেমে ২০ ওভারে ১৮০ রান তুলতেই থেমে যায় এডমন্টনের ইনিংস। ২৭ রানে জয় পায় আফ্রিদির ব্রাম্পটন। এডমন্টনের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেছেন জেমস নিশাম। রিচি ব্রেনিংটন ২৮, ফাফ ডু প্লেসিস ২১ এবং শাদাব খান করেছেন ২৭ রান।
ব্রাম্পটনের জহুর খান ও ইশ সোধি নিয়েছেন ৩টি করে উইকেট। দুই উইকেট নিয়েছেন ওহাব রিয়াজ। ম্যাচ অব দ্য ম্যাচের পুরস্কার ওঠে আফ্রিদির হাতে।
এর আগেরদিন শনিবার (২৭ জুলাই) কানাডা টি-টোয়েন্টি লিগে এডমন্টনের বিপক্ষে ঝড় তোলেন যুবরাজ সিং। তার দল টরোন্টো ন্যাশনাল জয় পায় ২ উইকেটে। যুবরাজ ২১ বলে খেলেন ৩৫ রানের ঝড়ো ইনিংস। ভারতের সাবেক অলরাউন্ডারের ইনিংসটি সাজানো ছিল ৩ চার ও ৩ ছক্কায়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম