বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি সদ্য বিদায় নেয়া পেসার নুয়ান কুলাসেকারাকে উৎসর্গ করবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। বুধবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।
এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেটের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কুলাসেকেরা। জাতীয় দলের হয়ে দুর্দান্ত ক্রিকেট খেলেছেন তিনি। তার নৈপুণ্যে দল অনেক সাফল্য পেয়েছে। তার সামনের দিনগুলোর জন্য শুভ কামনা জানাই। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার তৃতীয় ওয়ানডেটি তাকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
কুলাসেকেরাকে উৎসর্গ করার জন্য তৃতীয় ওয়ানডেতে তাকে আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ম্যাচটিতে এক অনুষ্ঠানের আয়োজন করে সংবর্ধনাও দেওয়া হবে এই সাবেক পেসারকে।
বাংলাদেশ-শ্রীলঙ্কার সিরিজ শুরুর দু’দিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ৩৭ বছর বয়সী কুলাসেকেরা। ২০০৩ সালে ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন তিনি। এরপর ২০০৫ সালে টেস্ট ক্যাপ পড়েন কুলাসেকেরা। ২০০৮ সালে দেশের হয়ে টি-২০ ফরম্যাটে অভিষেক হয় তার। তাই ১৬ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ২১ টেস্টে ৪৮টি, ১৮৪ ওয়ানডেতে ১৯৯টি ও ৫৮টি টি-২০ ম্যাচে ৬৬টি উইকেট শিকার করেন কুলাসেকেরা।
২০১৪ সালে শ্রীলঙ্কার টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন কুলাসেকেরা। এছাড়া ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ফাইনালে তুলতে বড় অবদান রাখেন তিনি। তবে ফাইনালে কুলাসেকেরার বলে ছক্কা মেরে ভারতকে শিরোপার স্বাদ দিয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
২০০৯ সালে আইসিসির বোলারদের র্যাংকিং-এ ছয় মাস শীর্ষ বোলারদের মধ্যে ছিলেন কুলাসেকেরা। দেশের হয়ে সর্বশেষ ২০১৭ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। এরপর আর কোনো ফরম্যাটে খেলার সুযোগ পাননি কুলাসেকেরা।
বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচ খেলে ওয়ানডে ক্রিকেটকে বিদায় দেন আরেক ডান-হাতি পেসার লাসিথ মালিঙ্গা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম