বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ান দেশটির সাবেক ক্রিকেটার ক্রেইগ ম্যাকমিলান। সামনে শ্রীলঙ্কা সিরিজ। এরই মধ্যে শ্রীলঙ্কা সফরের জন্য স্পিন নির্ভর ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। কিন্তু ব্যাটিং কোচের পদটা খালিই ছিল কিউইদের। এবার সেখানে বসালেন থিলান সামারাবিরাকে।
সাবেক এই লঙ্কান ব্যাটসম্যান কয়েকবছর বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন। চন্দিকা হাথুরুসিংহের সহকারীও হিসেবে ছিলেন বাংলাদেশে। হাথুরুসিংহ শ্রীলঙ্কার দায়িত্ব নিয়ে চলে যাওয়ার সময় সামারাবিরাকেও সঙ্গে করে নিয়ে যান।
তবে এবার বিশ্বকাপে শ্রীলঙ্কা ভালো করতে না পারার কারণে তার আর চাকরির মেয়াদ বাড়ানো হয়নি। যে কারণে, সামারাবিরা ছিলেন বেকার। এই সুযোগে তাকে টেনে নিলো নিউজিল্যান্ড। আর নিজ দেশের বিরুদ্ধে নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
বিডি-প্রতিদিন/মাহবুব