লাহোরে ২০০৯ সালে টিম শ্রীলঙ্কার ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তান থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত। আইসিসির কোনো পূর্ণাঙ্গ সদস্য দেশ কিংবা ক্রিকেটাররা সেখানে সফরে যান না। পিসিবি গেল চার বছর ধরে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজন করে আসলেও সেটি সংযুক্ত আরব আমিরাতে হয়ে থাকে। ভেন্যু হিসেবে ব্যবহৃত হয় শারজাহ ও দুবাই। ফাইনালসহ কেবল কয়েকটি ম্যাচ হয় লাহোরে।
তবে দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া পাকিস্তান। এতে সহায়তা করছে খোদ আইসিসি। সর্বাত্মক সহযোগিতা করছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। তার আশ্বাসে, ঘরের মাঠে পিএসএলের পঞ্চম আসর আয়োজনের উদ্যোগ নিয়েছে পিসিবি।
ইমরান খান মনে করেন, দেশে নিরাপত্তা পরিস্থিতি এখন অনেকটা অনুকূলে। তিনি চান, পিএসএলের সব ম্যাচ হোক পাকিস্তানে। এরই মধ্যে পঞ্চম মৌসুম আয়োজনের উদ্যোগ নিয়েছে পিসিবি।
আগামী ২০ ফেব্রুয়ারি মাঠে গড়াবে টি-টোয়েন্টি ফরম্যাটের এ আসর। পর্দা নামবে ২২ মার্চ। যথারীতি ফাইনাল হবে লাহোরে। তবে বাকি ম্যাচগুলোর ভেন্যু চূড়ান্ত হয়নি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ