অ্যাশেজ সিরিজ দিয়ে আগামী বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। এরপর ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত আগামী দুই বছরে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ ৯ দল ২৭টি সিরিজে মোট ৭২টি ম্যাচে অংশ নেবে। এ সময়ে ছয়টি টেস্ট সিরিজে ১৪টি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই বছরে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ৭টি ম্যাচে এবং ৭টি ম্যাচ প্রতিপক্ষে মাঠে খেলবে সাকিব বাহিনী। চলতি বছরের নভেম্বরে ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের টেস্ট বিশ্বকাপ। এরপর পর্যায়ক্রমে পাকিস্তান, শ্রীলংকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা।
টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সিরিজসমূহ:
নভেম্বর ২০১৯: দুই টেস্ট, বনাম ভারত (অ্যাওয়ে)
জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২০: দুই টেস্ট, বনাম পাকিস্তান (অ্যাওয়ে)
ফেব্রুয়ারি ২০২০: দুই টেস্ট, বনাম অস্ট্রেলিয়া (হোম)
জুলাই-আগস্ট ২০২০: তিন টেস্ট, বনাম শ্রীলঙ্কা (অ্যাওয়ে)
আগস্ট-সেপ্টেম্বর ২০২০: দুই টেস্ট, বনাম নিউজিল্যান্ড (হোম)
জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২১: তিন টেস্ট, বনাম উইন্ডিজ (হোম)
বিডি-প্রতিদিন/মাহবুব