ডোপ কাণ্ডে নির্বাসিত হলেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটার পৃথ্বী সাহ্ব। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ককে আট মাসের জন্য সাসপেন্ড করেছে বিসিসিআই। চলতি বছরর ১৫ নভেম্বর পর্যন্ত নির্বাসিত টিম ইন্ডিয়ার এই তরুণ ওপেনার। মঙ্গলবার এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড৷
বিসিসিআই জানিয়েছে,‘মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনে নথিভুক্ত পৃথ্বী সাহ্ব অজান্তেই তার পাকস্থলিতে এক এমন নিষিদ্ধ বস্তু প্রবেশ করিয়েছেন যা সাধারণত কাশির সিরাপে পাওয়া যায়।’ বোর্ডের অ্যান্টি-ডোপিং টেস্টিং প্রোগ্রাম অনুযায়ী সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচের জন্য পৃথ্বীর মূত্রের নমুনা নেওয়া হয়েছিল ২২ ফেব্রুয়ারি ইন্দোরে। বছর উনিশের এই ক্রিকেটারের মূত্রের নমুনায় টার্বুটালাইন পাওয়া গিয়েছে। এটি এমন একটি বস্তু, যা নিষিদ্ধ বস্তুর তালিকায় রয়েছে। ঘরোয়া ও আন্তর্জাতিক এই দুই প্রতিযোগিতাতেই টার্বুটালাইন নিষিদ্ধ।
বোর্ডের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘গত ১৬ জুলাই পৃথ্বী শ’কে অভিযুক্ত করা হয়েছে অ্যান্টি-ডোপিং নিয়ম লঙ্ঘনের জন্য। ২.১ ধারা অনুযায়ী বিচার না হওয়া পর্যন্ত পৃথ্বীকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। পৃথ্বী সাহ্ব তার অভিযোগ স্বীকার করে নিয়ে জানিয়েছেন, এটা অনিচ্ছাকৃত। সর্দির জন্য কাশির সিরাপ খেয়েই এটা হয়েছে।’
বোর্ডের তরফে আরও জানানো হয়েছে, ‘বিসিসিআই পৃথ্বী সাহ্ব'র ব্যাখ্যায় সন্তুষ্ট যে, ও টার্বাটালাইন শ্বাসজনিত সংক্রমণের চিকিৎসার জন্য অনিচ্ছাকৃতভাবে এটি গ্রহণ করেছিল এবং পারফরম্যান্স বাড়ানোর ড্রাগ হিসেবে ব্যবহার করেননি। সমস্ত প্রমাণ সাপেক্ষে এবং বহিরাগত বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী বিসিসিআই পৃথ্বী সাহ্ব'র ব্যাখ্যাটি মেনে নিচ্ছে। আর তাকে আট মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে।’
ভারতের হয়ে দু’টি টেস্ট খেলেছেন পৃথ্বী। গত বছর অক্টোবরে রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় মুম্বাইয়ের এই ডানহাতি ওপেনারের। অভিষেক টেস্টে ১৩৪ রানের ইনিংস খেলে নজির গড়েন পৃথ্বী। হায়দরাবাদে সিরিজের দ্বিতীয় টেস্টে ৭০ ও ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। কিন্তু চোটের জন্য গত বছর ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা হয়নি ভারতের এই প্রতিশ্রুতিময় এই ব্যাটসম্যানের।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ