পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। নতুন মৌসুম শুরুর প্রস্তুতি ম্যাচে একের পর এক হার নিয়ে দিশেহারা দলটি। গত শনিবার তারা নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ৭-৩ গোলে বিধ্বস্ত হওয়ার পর এবার ইংলিশ ক্লাব টটেনহামের কাছেও হারলো লস ব্লাঙ্কোসরা।
মঙ্গলবার রাতে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় রিয়াল-টটেনহাম। অডি কাপের সেমিফাইনালের ম্যাচটিতে ২২ মিনিটের সময় স্পার্সদের এগিয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেন। গোল হজম করে চাঙ্গা হয়ে উঠলেও নির্ধারিত সময়ের শেষ পযর্ন্ত টটেনহামের রক্ষণভাগে ফাটল ধরাতে পারেনি রিয়াল।
এই জয়ে আদি কাপের ফাইনালে পা রেখেছে মাউরিসিও পচেত্তিনোর দল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ