বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজও জিতে নিয়েছে শ্রীলংকা। ফলে শেষ ম্যাচ লঙ্কানদের জন্য নিয়মরক্ষার হলেও বাংলাদেশের জন্য হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন। সেই লক্ষ্যে মাঠে নামতে চান তামিমরা। বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আসতে পারে। উইকেট পেস সহায়ক হওয়ায় বাদ পড়তে পারেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। আর সেটা হলে দলে ঢুকতে পারেন পেসার রুবেল হোসেন। যদিও আগের ম্যাচে দুর্দান্ত বল করা তাইজুলকে রেখে দিতেও পারেন নির্বাচকরা। এ ছাড়া ওপেনিংয়ে ধারাবাহিক ব্যর্থ সৌম্য সরকারের জায়গায় আসতে পারেন এনামুল হক বিজয়।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
১. তামিম ইকবাল (অধিনায়ক)
২. সৌম্য সরকার/এনামুল হক বিজয়
৩. মোহাম্মদ মিঠুন
৪. মুশফিকুর রহিম
৫. মাহমুদউল্লাহ রিয়াদ
৬. সাব্বির রহমান
৭. মোসাদ্দেক হোসেন
৮. মেহেদী হাসান মিরাজ
৯. তাইজুল ইসলাম/রুবেল হোসেন
১০. শফিউল ইসলাম
১১. মুস্তাফিজুর রহমান
বিডি-প্রতিদিন/মাহবুব