সুন্দরম রবি বাদ পড়ার মধ্যদিয়ে ভারতীয় মুক্ত হল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট আম্পায়ারদের প্যানেল। কারণ সুন্দরম রবিই ছিলেন ওই প্যানেলে থাকা একমাত্র ভারতীয়।
মঙ্গলবার তাকে বাদ দেওয়ার পাশাপাশি ২০১৯-২০ মৌসুমের জন্য দুই আম্পায়ারকে যুক্ত করেছে আইসিসি। তারা হলেন- মাইকেল গফ ও জোয়েল উইলসন।
এলিট প্যানেলের বাকি আম্পায়াররা হলেন- আলিম দার, কুমার ধর্মসেনা, ম্যারাইস ইরাসমাস, ক্রিস গাফফানে, রিচার্ড ইলিংওয়ার্থ, রিটার্ড কেটেলবরো, নাইজেল লং, ব্রুস অক্সেনফোর্ড, পল রাফায়েল এবং রড টাকার।
মাইকেল গফ নয়টি টেস্ট ম্যাচ, ৫৯টি ওয়ানডে এবং ১৪টি টি২০ ম্যাচ খেলেছিলেন। অন্যদিকে জোয়েল উইলসন খেলেছিলেন ১৩টি টেস্ট, ৬৩ ওয়ানডে এবং ২৬টি টি-টোয়েন্টি।
আইসিসির আম্পায়ার ও রেফারিদের সিনিয়র ম্যানেজার আদ্রিয়ান গ্রিফিথ জানান, এলিট অফিসিয়াল হিসেবে থাকা খুবই চ্যালেঞ্জিং কাজ। প্রতিটি সিদ্ধান্তই কোটি কোটি সমর্থক খুঁটিয়ে দেখবে। তাছাড়া প্রতি বছরই পারফরম্যান্স বিচার করা হয় প্রত্যেক আম্পায়ারের।
তালিকায় থাকা ম্যাচ রেফারিরা হলেন ডেভিড বুন, ক্রিস ব্রড, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ডি পাইক্রফট, রিচি রিচার্ডসন এবং জাভাগল শ্রীনাথ। এই তালিকা অপরিবর্তিতই রাখা হয়েছে।