সাড়া জাগিয়েই কোর্টে ফিরলেন সাইনা নেহওয়াল। চোটের কারণে ইন্দোনেশিয়া ওপেন ও গত সপ্তাহে জাপান ওপেন থেকে নাম প্রত্যাহারের পর স্ট্রেট সেটে জয় দিয়ে থাইল্যান্ড ওপেনে অভিযান শুরু করলেন বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী শাটলার। থাইল্যান্ড ওপেনের দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে হায়দরাবাদি শাটলার স্ট্রেট সেটে পরাজিত করলেন থাইল্যান্ডেরই বছর আঠারোর শাটলার ফিত্তায়াপর্ন চাইওয়ানকে। খবর কলকাতা 24x7 এর।
সপ্তম বাছাই সাইনার পক্ষে প্রথম রাউন্ডে ম্যাচের ফল ২১-১৭, ২১-১৯। এর আগে চোটের কারণে শেষ মুহূর্তে ইন্দোনেশিয়া ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সাইনা। এরপর চোট সারিয়ে সম্পূর্ন ফিট হয়ে থাইল্যান্ড ওপেনে ফিরে আসার কারণে জাপান ওপেন থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন প্রাক্তন বিশ্বের এক নম্বর। সেক্ষেত্রে ইন্দোনেশিয়া ও জাপান ওপেনে মহিলা সিঙ্গলসে দেশের একমাত্র মুখ হিসেবে ছিলেন পুসরেলা ভেঙ্কট সিন্ধু।
ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে ও জাপান ওপেনের কোয়ার্টার ফাইনালে আকানে ইয়ামাগুচির কাছে হেরে চলতি মরশুমে পদকজয়ের স্বপ্ন অধরাই রয়ে যায় সিন্ধুর। থাইল্যান্ড ওপেন থেকে আবার শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছেন রিও অলিম্পিকের ব্রোঞ্জ জয়ী। তাই চলতি টুর্নামেন্টের মহিলা সিঙ্গলসে ভারতের আশা-নিরাশা আবর্তিত হচ্ছে সাইনাকে কেন্দ্র করেই। দ্বিতীয় রাউন্ডে সাইনা মুখোমুখি হবেন জাপানের সায়াকা তাকাহাশির। সাইনার পাশাপাশি থাইল্যান্ড ওপেনে প্রথম রাউন্ডের বাধা টপকালেন দেশের পুরুষ শাটলাররা। ব্যতিক্রম সৌরভ বর্মা।
দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন কিদাম্বি শ্রীকান্ত, পারুপল্লী কাশ্যপ, এইচএস প্রণয় ও শুভঙ্কর দে। প্রথম রাউন্ডে এক ঘন্টা সাত মিনিটের লড়াইয়ে পঞ্চম বাছাই শ্রীকান্ত হারালেন চিনের রেং পেং বো’কে। খেলার ফল শ্রীকান্তের পক্ষে ২১-১৩, ১৭-২১, ২১-১৯। স্ট্রেট সেটে প্রথম রাউন্ডের বাধা টপকালেন এইচএস প্রণয়। প্রণয়ের পক্ষে ম্যাচের ফল ২১-১৬, ২২-২০। প্রথম সেটে পিছিয়ে পড়ে জয় ছিনিয়ে নিলেন পারুপল্লী কাশ্যপও। বিশ্বের এক নম্বর জাপানের কেন্তো মোমোতার বিরুদ্ধে ওয়াকওভার পেয়ে দ্বিতীয় রাউন্ডের যোগ্যতা অর্জন করলেন শুভঙ্কর দে। তবে প্রথম রাউন্ডের বাধা টপকাতে ব্যর্থ হলেন সৌরভ বর্মা। ৬৪ মিনিটের লড়াইয়ে টুর্নামেন্টের সপ্তম বাছাই জাপানের কান্তা সুনেয়ামার কাছে ২১-২৩, ২১-১৯, ৫-২১ ব্যবধানে পরাজিত হয়ে থাইল্যান্ড ওপেন থেকে বিদায় নিলেন তিনি।
বিডি-প্রতিদিন/শফিক