ভারতীয় দলের কোচ নির্বাচন নিয়ে ক্যাপ্টেন কোহলির মন্তব্যকে সমর্থন করলেন সৌরভ গাঙ্গুলী। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে মুম্বাইয়ে বিশ্বকাপ পরবর্তী সময়ে প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হন বিরাট। সেখানেই তিনি জানান যে, রবি শাস্ত্রী কোচের পদে বহাল থাকলে ভারতীয় দলের ক্রিকেটাররা খুশি হবেন। প্রকারান্তরে ভারত অধিনায়ক শাস্ত্রীর পুনর্নিয়োগের পক্ষে তিনি কথা বলেন। খবর কলকাতা 24x7 এর।
এর আগে, শাস্ত্রীর প্রথম দফায় ভারতের হেড কোচ নিযুক্ত হওয়ার পিছনে কোহলির বড়সড় হাত ছিল বলে শোনা যায়। এও শোনা যায় কোহলির অপছন্দ বলেই কুম্বলেকে দায়িত্ব ছাড়তে হয়েছিল এবং কোহলি চেয়েছিলেন বলেই শাস্ত্রী ভারতীয় কোচের হাই প্রোফাইল চেয়ারে বসতে পেরেছিলেন। মেয়াদ শেষ হওয়ার পর ভারতীয় বোর্ড যখন নতুন করে কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে, তখন কোহলির এমন মন্তব্য তাৎপর্যপূর্ণ সন্দেহ নেই।
বিরাটের এমন মন্তব্য কোচ বাছাইয়ে প্রভাব ফেলতে পারে বলে ভারতীয় ক্রিকেটমহলে জল্পনা শুরু হলেও টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক তথা ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির প্রাক্তন সদস্য সৌরভ গাঙ্গুলী পক্ষ নিলেন কোহলির। সৌরভের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইজরি কমিটিই শাস্ত্রীকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল। পরিবর্তিত পরিস্থিতিতে সৌরভদের জায়গায় কপিল দেবের নেতৃত্বাধীন কমিটি বেছে নেবে ভারতের নতুন কোচ। এমন অবস্থায় সৌরভ বলেন, ‘ক্যাপ্টেন হিসেবে কোচ বাছাইয়ে নিজের পছন্দের কথা বলার অধিকার আছে কোহলির। তার কথায়, ‘ও (বিরাট) দলের ক্যাপ্টেন। সব বিষয়েই ওর কথা বলার অধিকার আছে।’
বিডি-প্রতিদিন/শফিক