সাম্প্রতিক পারফরমেন্সে বেশ ভুগতে থাকা রিয়াল মাদ্রিদ অবশেষে বড় জয় পেয়েছে। করিম বেনজেমার হ্যাটট্রিকে অডি কাপে ফেনেরবাচকে ৫-৩ গোলে উড়িয়ে দিয়েছে তারা।
বুধবার অ্যালিয়াঞ্জ অ্যারেনায় তুরস্কের ক্লাব ফেনেরবাচের বিপক্ষে বেনজেমা ১২, ২৭ ও ৫৩ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন। আর ৬২ মিনিটে নাচো ও ৭৯ মিনিটে মারিয়ানো ডিয়াজ গোল করে। এতে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম