শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর নিজেকেই দুষলেন অধিনায়ক তামিম ইকবাল। ইংল্যান্ড বিশ্বকাপেও তার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। শ্রীলঙ্কা সফরেও সে ধারাবাহিকতা অব্যাহত ছিল। তামিমও বিষয়টা নিয়ে হতাশ।
তিনি বলেন, বিশ্বকাপ থেকেই পারফরমেন্স খারাপ হচ্ছে। তার মানে এই নয় যে, আমি চেষ্টা করিনি। আমি আমার সেরাটা দিয়েছি কিন্তু ভালো করতে পারিনি। নিজের দুর্বলতা নিয়ে আমাকে কাজ করতে হবে।
তামিম আরও বলেন, আমি দলের হয়ে ১২ বছর ধরে খেলছি। অন্যরাও অনেকদিন হলো খেলছে। কিন্তু হতাশার ব্যাপার হলো, দলের প্রয়োজনের সময় আমরা দায়িত্ব কাঁধে নিতে পারি না। আমাদের এ ব্যাপারে আরো চিন্তাভাবনা করে কাজ করতে হবে। তারপর দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসতে হবে।
বিডি প্রতিদিন/ফারজানা