ভারতের দলের প্রধান কোচ হতে আবেদন জমা পড়েছে ২০০০ এর বেশি। ব্যাঙ্গালুরু মিররের উদ্ধৃতি দিয়ে আজ বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে হিন্দুস্থান টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, আবেদনকারীদের তালিকায় এমন বড় বড় নাম আছে যারা রবি শাস্ত্রীর জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন। আবেদনকারী কোচের তালিকায় অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার টম মুডির নাম আছে বলেও দাবি করা হয়েছে। মুডির কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ।
তালিকায় আছে নিউজিল্যান্ডের সাবেক ও কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ মাইক হেসনের নামও। এছাড়া রবিন সিং, লালচাঁদ রাজপুতও প্রধান কোচের পদে আবেদন করেছেন। তবে আগ্রহ দেখালেও এখনো আবেদনপত্র জমা দেননি মাহেলা জয়াবর্ধনে।
যদিও ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, ভারতীয় দল রবি শাস্ত্রীকেই কোচ হিসেবে চায়।
বিডি প্রতিদিন/ফারজানা