শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয়ে রেটিং পয়েন্টে খোয়াতে হয়েছে বাংলাদেশকে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই ছন্ন ছাড়া টাইগাররা সিরিজ হেরে ৪ রেটিং পয়েন্ট হারায়।
বিশ্বকাপে ব্যর্থতার পর তবু প্রাপ্তির অনেক জায়গা ছিল। তখন বাংলাদেশ দলের রেটিং পয়েন্ট ছিল ৯০। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচে ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ জিতলে রেটিং বেড়ে হতে পারতো ৯৩। কিন্তু উল্টো তিন ম্যাচ হেরে খোয়াতে হয়েছে ৪ রেটিং পয়েন্ট।
টাইগারদের হোয়াইটওয়াশ করে ৩ রেটিং পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কা, ৮২ রেটিং নিয়ে অষ্টম অবস্থানে রয়েছে। সিরিজ শুরুর আগে বাংলাদেশের সঙ্গে ব্যবধান ১১ রেটিংয়ের থাকলেও, সেটি কমে এখন হয়েছে মাত্র ৪।
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ইংল্যান্ড ১২৫ রেটিং নিয়ে সবার উপরে অবস্থান করছে। বাংলাদেশের অবস্থান সাতে।
এর আগে লঙ্কানদের কাছে চারবার হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছে টাইগাররা। সবগুলোই ছিল তিন ম্যাচের সিরিজ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন