ফ্রেঞ্চ ফুটবল লিগে একমাত্র গোলে বোর্দোকে হারিয়েছে টমাস টিউসেলের শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পিএসজি। ৩০ মিনিটে দু’টি গোলের সুযোগ হাতছাড়া হয় তাদের। গোল রক্ষকের কল্যাণে গোল বঞ্চিত হয় তারা।
তবে সবচেয়ে সহজ গোলে সুযোগ নষ্ট করেন নেইমার। ৪৪ মিনিটে পেনাল্টি বক্সের ডান দিক থেকে তমা মুনিয়ের উঁচু করে বাড়ানো বল পেয়ে কাছ থেকে লক্ষ্যভ্রষ্ট শটে বল বাইরে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
পিএসজিকে সাফল্যের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৭০ মিনিট পর্যন্ত। ইনজুরি থেকে ফিরে বদলি হিসেবে নামা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে বল নিয়ে খিপ্রগতিতে ডি বক্সে ঢুকে গোলমুখে বাড়িযে দেন। সেই বল আলতো জালে পাঠান নেইমার। শেষ পর্যন্ত নেইমারের এই গোলেই পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
বিডি প্রতিদিন/এ মজুমদার