ইংল্যান্ড বিশ্বকাপে ওল্ড ট্র্যাফোর্ডে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মহেন্দ্র সিংহ ধোনির আউট হয়ে ফেরার মুহূর্ত ভুলতে পারেননি যুজবেন্দ্র চহাল।
শনিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে ভারতীয় লেগস্পিনার বলেছেন, ‘‘এটা ছিল আমার জীবনের প্রথম বিশ্বকাপ। মাহি ভাই যখন আউট হয়ে ফিরল, আমি ব্যাট করতে নামি। ধোনির সেই কান্না দেখে নিজেকে সামলানো কঠিন ছিল।’’
চহাল আরও বলেন, ‘‘৯টা ম্যাচে আমরা দুর্দান্ত খেলেছিলাম। তারপরে হঠাৎ করে প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার ঘটনাটা মন থেকে মানতে পারিনি। বৃষ্টিকে থামানোর ক্ষমতা আমাদের হাতে ছিল না। তা নিয়ে কিছু বলার নেই। তবে সে দিনই প্রথম আমরা দ্রুত হোটেলে ফিরে যাওয়ার চেষ্টা করেছিলাম।’’
বিশ্বকাপের পরে ভারতীয় দলের হয়ে মাত্র একটি ওয়ানডে ম্যাচে খেলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলেও জায়গা হয়নি তার। তবে তা নিয়ে খুব একটা চিন্তিত নন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের লেগস্পিনার। তিনি মনে করেন, মনোযোগ দিয়ে কঠোর পরিশ্রম করে মাঠে পারফর্ম করতে পারলেই আবার দলে ফিরবেন।
তিনি বলেছেন, ‘‘আমার কাজ ধারাবাহিকভাবে পারফর্ম করা। আমি এবং কুলদীপ যখন ভারতীয় দলে এলাম, তখন কিন্তু দু’জনেই ধারাবাহিকভাবে ভাল বোলিং করেছি। আইপিএলের পরে আমাদের দলের রিজার্ভ বেঞ্চের শক্তিও অনেক বেড়ে গিয়েছে।’’
তিনি আরও যোগ করেছেন, ‘‘টিম ম্যানেজমেন্ট যদি নতুন প্রতিভাদের দেখে নিতে চায়, সেটা অবশ্যই ভাল। এটা সকলেই জানেন, দলে ধারাবাহিক একটা প্রতিযোগিতা চলতেই থাকে। ফলে আরও কঠোর পরিশ্রম করতে হবে। ক্রিকেটকে দূরে সরিয়ে রেখে আপনি কিছু করতে পারবেন না।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ