ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) যোগ দিয়ে বল হাতে প্রথম ম্যাচেই জ্বলে উঠলেন বিশ্বসেরা সাকিব আল হাসান।
রবিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় নিজেদের অষ্টম ম্যাচে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে খেলতে নামে সাকিবের বার্বাডোজ ট্রাইডেন্ট। প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই বার্বাডোজের জন্য। এমন ম্যাচে বল হাতে নিজের ৪ ওভারের স্পেলে মাত্র ১৪ রান খরচায় ১ উইকেট নিয়েছেন সাকিব, করেছেন একটি মেইডেন ওভারও।
বিশ্বসেরা অলরাউন্ডারের এমন বোলিং পারফরম্যান্সের পর নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রানের বেশি করতে পারেনি সেন্ট কিটস। ম্যাচ জয়ের জন্য সাকিবের বার্বাডোজকে করতে হবে ১৫০ রান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫.১ ওভার ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ৯৯ রান করেছে বার্বাডোজ। তাদের আরও দরকার ২৯ বলে ৫১ রান।
বিডি প্রতিদিন/কালাম