ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে এভারটনের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের হয়ে গোল করেছেন গ্যাব্রিয়েল জেসুস, রিয়াদ মাহরেজ ও রাহিম স্টার্লিং।
গুডিসন পার্কে ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় ম্যানসিটি। ম্যাচের ২৪ মিনিটে সাফল্যের দেখা পায় সিটিজেনরা। কেভিন ডি ব্রুইনের ক্রস থেকে হেড দিয়ে গোল করেন গ্যাব্রিয়েল জেসুস। লিডটা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৩ মিনিটে স্যামুস কোলেম্যানের একটি আক্রমণ ঠেকাতে গিয়ে এগিয়ে আসে সিটিজেন গোলরক্ষক। কোলেম্যান সেই আক্রমণের বলটি গোলরক্ষকের ওপর দিয়ে গোলমুখে ক্রস দেন। ডোমেনিক কালভার্ট-লেউইন সেই ক্রস শেষ মুহূর্তে লাফিয়ে হেড দিয়ে বল জালে পাঠান।
বিরতির পর ম্যাচের ৭১ মিনিটে দ্বিতীয় গোলের গোলে দেখা পায় অতিথি দলটি। রিয়াদ মাহরেজের ফ্রি-কিক থেকে অসাধারণ গোল করে দলকে লিড এনে দেন। পরে ৮৪ মিনিটে রাহিম স্টার্লিং স্কোরশিটে নাম তুলেলে ৩-১ গোলে সহজ জয়ে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ