জার্মান ফুটবল লিগে এসসি প্যাডারবর্ন জিরো সেভেনকে ৩-২ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে জায়ান্ট বায়ার্ন মিউনিখ। বায়ার্নের হয়ে এই ম্যাচে গোল পেয়েছেন বার্সেলোনা থেকে ধারে খেলতে আসা ফিলিপে কৌতিনহো।
বেনটেলার অ্যারিনাতে ম্যাচের ১৫ মিনিটে কৌতিনহোর পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন সার্জি নাব্রি। বিরতির পর কৌতিনহো-নাব্রি জুটিতে আবারও গোলের দেখা পায় বায়ার্ন। তবে এবার গোল করে কৌতিনহো। ৫৫ মিনিটে নাব্রির পাস থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। তবে ৬৮ মিনিটে কাই প্রোগের প্যাডারবর্নের হয়ে একটি গোল শোধ করেন। ম্যাচে ফেরার আভাস দেয় প্যাডারবর্ন। ৭৯ মিনিটে রবার্ট লেভানডভস্কি বায়ার্নের হয়ে তৃতীয় গোল করেন।
পরে ম্যাচের ৮৪ মিনিটে প্যাডারবর্নের জ্যামিলু কলিন্স গোল করে ৩-২ ব্যবধান কমিয়ে আবার ম্যাচের উত্তেজনা ফিরিয়ে আনেন। তবে শেষ পর্যন্ত আর গোল শোধ করতে না পারলে ৩-২ গোলে জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ