ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) যোগ দিয়ে প্রথম ম্যাচেই ব্যাটে-বলে জ্বলে উঠলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথমে বল হাতে নিজের ৪ ওভারের স্পেলে মাত্র ১৪ রান খরচায় ১ উইকেট নিয়েছেন সাকিব, করেছেন একটি মেইডেন ওভারও। এরপর ব্যাট হাতেও অবদান রাখলেন সাকিব আল হাসান। খেলেছেন ২৫ বলে ৩৮ রানের ইনিংস।
কিন্তু এবারের সিপিএলে সাকিবের প্রথম ম্যাচে এমন উজ্জ্বল অলরাউন্ড পারফরম্যান্সেও বাকিদের ব্যর্থতায় জিততে পারেনি তার দল। রোমাঞ্চকর ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের কাছে ১ রানে হেরেছে সাকিবের বারবাডোজ ট্রাইডেন্টস।
আজ রবিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় নিজেদের অষ্টম ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে খেলতে নামে সাকিবের বার্বাডোজ ট্রাইডেন্ট। প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে জয়টা ভীষণ জরুরি ছিল বার্বাডোজের জন্য। কিন্তু হারলেও বারবাডোজের প্লে অফের সম্ভাবনা শেষ হয়ে যায়নি এখনও।
ম্যাচের প্রথম ওভারেই বোলিং পেয়েছিলেন সাকিব। দেননি কোনো রান। পাওয়ার প্লেতে ২ ওভারের প্রথম স্পেলে দেন ৪ রান। তৃতীয় ওভারে দেন ৬ রান। শেষ ওভার বোলিংয়ে আসেন ১৭তম ওভারে। প্রথম বলেই আর্ম ডেলিভারিতে ফেরান প্রতিপক্ষ অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটকে। ওই ওভারেও দেন কেবল ৪ রান।
সেন্ট কিটসের শামারাহ ব্রুকস ৩৩ বলে করেন ৫৩ রান। শেষ দিকে ১৩ বলে ২০ করেন ফ্যাবিয়ান অ্যালেন। ২০ ওভারে তোলে তারা ১৪৯ রান।
রান তাড়ায় বারবাডোজ তৃতীয় ওভারে হারায় ওপেনার জনসন চার্লসকে। সাকিব নামেন তিনে। উইকেটে যাওয়ার পরপরই হাফিজকে টানা দুই বলে মারেন চার ও ছক্কা।
বাংলাদেশ অধিনায়ক এগিয়ে যাচ্ছিলেন স্বচ্ছন্দেই। কিন্তু ব্র্যাথওয়েটকে বেরিয়ে এসে খেলতে গিয়ে ইনিংস শেষ হয় লং অনে ক্যাচ দিয়ে।
সাকিবের ৩৮ রানই হয়ে থাকে দলের সর্বোচ্চ। ওপেনিংয়ে অ্যালেক্স হেলস ১৯ রান করতে খেলেন ২২ বল। আটে নেমে রেমন রিফার ৩ ছক্কায় ১৮ বলে করেন ৩৪।
শেষ ওভারে সাকিবদের দরকার ছিল ১২ রান। বাঁহাতি পেসার ডমিনিক ড্রেকসের করা ওভারের প্রথম বলটি ছিল ওয়াইড। পরের বলে ছক্কা মারেন রিফার।
কিন্তু এরপর ৫ বলে ৫ রানের সমীকরণ মেলাতে পারেনি বারবাডোজ। দ্বিতীয় বলে রান আউট হয়ে যান রিফার। শেষ বলে প্রয়োজন ছিল ২ রান। ড্রেকস বোল্ড করে দেন হ্যারি গার্নিকে। ১ রানের জয়ে প্লে অফ নিশ্চিত করে ফেলে সেন্ট কিটস অ্যান্ড নেভিস।
বিডি প্রতিদিন/এনায়েত করিম