মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে কাতারের রাজধানী দোহার একটি পাঁচতারকা হোটেল বয়কট করেছে লিভারপুল। ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচ খেলতে কাতারে যাবে ইংলিশ জায়ান্টরা। এই ম্যাচকে সামনে রেখে দেশটির রাজধানী দোহার একটি পাঁচ তারকা হোটেলে থাকার কথা ছিল সালাহ-মানেদের।
‘দ্য অ্যাথলেটিক’র এক রিপোর্টে দাবি করা হয়েছে, হোটেলটিতে অবস্থান না করার সিদ্ধান্ত এরইমধ্যে ফিফা এবং কাতারের কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে লিভারপুল। ইংলিশ জায়ান্টদের পক্ষ থেকে কাতারের মূল ভূখণ্ডে অবস্থিত একটি হোটেল বেছে নেওয়ার কথা জানানো হয়েছে, যেখানে কোনো মানবাধিকার লঙ্ঘনজনিত সমস্যা নেই।
উল্লেখ্য, চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ আসরের শিরোপা জেতায় ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে লিভারপুল। চলতি বছরের ডিসেম্বরে এই প্রতিযোগিতায় অংশ নিতে মধ্যপ্রাচ্যের দেশটিতে যাবে লিভারপুল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ