দেশের ক্রিকেটে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এক ভিডিও সাক্ষাৎকারে গত শনিবার সাকিব বিসিবির বিরুদ্ধে কিছু অভিযোগ তোলেন। এ নিয়ে তুমুল সোরগোল বেঁধে যায় দেশের ক্রীড়াঙ্গনে।
এর মধ্যে গত সোমবার যুক্তরাষ্ট্র থেকে গভীর রাতে দেশে ফেরেন সাকিব। ওই দিন বিমানবন্দর থেকেই গণমাধ্যমকে এড়িয়ে যান সাকিব। এমন সব রহস্যে নতুন মাত্রা যোগ করেছেন বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন।
কারণ আজ বুধবার বেলা ১টার দিকে সাকিবকে অনেকটা গোমড়া মুখে শেরে বাংলা স্টেডিয়াম ত্যাগ করতে দেখা গেছে। এ নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে।
ধারণা করা হচ্ছে, অনুশীলন শেষে সাকিব অনেকক্ষণ কথা বলেছেন বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজনের সঙ্গে। দু’জনের মধ্যে কি কথা হয়েছে তা জানা না গেলেও গোমড়া মুখে বেরিয়ে যান সাকিব।
বিডি-প্রতিদিন/শফিক