রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ ১৬ বছরের সম্পর্ক ইতি টানলেন সার্জিও রামোস। বৃহস্পতিবার এক আবেগঘন পরিবেশে সংবাদ সম্মেলনে হাজির হন রামোস।
৩৫ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার বিদায়বেলায় অশ্রুসজল চোখে বললেন, ‘সময় হয়ে গেছে। আমার জীবনের সবচেয়ে কঠিন সময় বলা যায়। সময় এসে গেছে রিয়াল মাদ্রিদকে বিদায় বলে দেওয়ার। আমার বাবার হাত ধরে এখানে এসেছিলাম (কান্না)।’
তিনি আরও বলেন, ‘নিজেকে সামলানো কঠিন হয়ে যাচ্ছে। আমি খুব করে চেয়েছিলাম আমাদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যুতে বিদায় বলে দেওয়ার। ধন্যবাদ, রিয়াল মাদ্রিদ। আমার হৃদয়ে আজীবন থাকবে তুমি। আমার জীবনের সবচেয়ে অসাধারণ সময় কেটেছে এখানে। সবাইকে ধন্যবাদ। এটা বিদায়ের চেয়েও বেশি কিছু; আমাদের দেখা হবে, কারণ আমি ফিরে আসবো।’
বিদায়ের কারণ হিসেবে রামোস বলেন, ‘আমার প্রথম পছন্দ ছিল থেকে যাওয়া। আমাকে বেতনে কিছু কাটছাঁট করে ১ বছরের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। অর্থ কোনো সমস্যা নয় এখানে। আমি আমার এবং আমার পরিবারের জন্য দুই বছরের চুক্তি চেয়েছিলাম। শেষদিকে আমি ১ বছরের চুক্তি মেনেও নিয়েছিলাম, কিন্তু ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, প্রস্তাব আর টেবিলে নেই।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ